নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার আরিট গ্রামে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দাসপুর থানার আরিট গ্রামের প্রধান পাড়া থেকে ছটি বাইক চুরির চেষ্টা করেন দুষ্কৃতীরা ।তবে চুরি গিয়েছে ৩টি বাইক!, চুরি যাওয়া তিনটি বাইক এর মধ্যে দুটি বাইক হিরো গ্ল্যামার এফআই, অপর একটি বাইক হোন্ডা সাইন এসপি, বাকি তিনটি বাইকের হ্যান্ডেল লক ভাঙ্গা অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা । শুক্রবার সকালে উঠে নিজেদের বাইক না দেখতে পেয়ে রীতিমতো চিন্তায় পড়ে যান বাইকের মালিকেরা। এরপর এই খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর দাসপুর পুলিশ। এর পর পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতীদের দ্বারা ফেলে যাওয়া তিনটি বাইক উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি চুরি যাওয়া বাইক গুলির বিবরণ নথিভূক্ত করেছে দাসপুর থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দাসপুর থানার পুলিশ তিনটি বাইক চুরির ঘটনার তদন্ত শুরু করে। শুক্রবার বেলা বারোটা নাগাদ দাসপুর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেছে বাইকের মালিকেরা। তবে একই পাড়ায় এভাবে ছটি বাইক চুরির চেষ্টাও ৩টি বাইক চুরির ঘটনা এলাকায় এই প্রথম বলে জানান স্থানীয়রা। যার ফলে দাসপুর থানার মিরিট গ্রামজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।