দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেলো কোলাঘাটের অ্যাশপন্ড,খুশির হাওয়া শ্রমিক মহলে।

0
299

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ড। আর খুশির হাওয়া শ্রমিক মহলে। পূর্ব পাশকুড়া বিধানসভার বিধায়ক বিপ্লব রায় চৌধুরীর অভিযোগ। কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের গাফিলতি ও খাম খেয়ালী পনার জন্য ইচ্ছে বন্ধ ছিলো অ্যাশপন্ডের চাই বহন করা। তাই তারা উদ্যোগ নিয়ে বারে বারে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তপক্ষ সঙ্গে আলোচনা করে শুক্রবার থেকে শুরু হোলো আনুষ্ঠানিক ভাবে অ্যাশপন্ড থেকে ছাই তোলার কাজ। আজকে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন বিধায়ক বিপ্লব রায় চৌধুরী। এই কাজের বরাত পেয়েছে ভেনাস ইঞ্জিনিয়ারিং। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃনমূল নেতা হাফিজুল খান,সিরাজ খান, আলম জিলানী, তরুণ ঘোড়াই সহ আরো বিশিষ্ট জন।