গাজোলে বিরল প্রজাতির বনবিড়াল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

0
325

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গাজোলে বিরল প্রজাতির বনবিড়াল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। গ্রামের গৃহস্থের বাড়িতে এসেই বেশ কিছুদিন ধরেই এই বনবিড়াল হাঁস , মুরগি ধরতে আক্রমণ চালাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এনিয়ে বনবিড়ালের আতঙ্কের ছড়িয়ে ছিলো গাজোল থানার হরিদাস গ্রামে । শনিবার ভোরে স্থানীয় গ্রামবাসীদের তাড়া খেয়ে কুয়োর মধ্যে পড়ে যায় বনবিড়ালটি। এরপরই খবর পেয়ে বন্যপ্রাণী সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ওই এলাকায় ছুটি আসে। দীর্ঘ চেষ্টার পর বনবিড়ালটিকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোলের বনদপ্তরের কর্মীরা। তাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করে আদিনা ফরেস্টে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বনদপ্তরের কর্মীরা।