আবদুল হাই , বাঁকুড়াঃ ‘শোক হোক শক্তি, রক্তদানে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে প্রয়াত ভক্তরঞ্জন পতি ও প্রহ্লাদ পাত্রের স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো তালডাংরার কেশাতড়া গ্রামে। শনিবার এই শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক কালাচাঁদ পতি। এদিনের এই শিবিরে ১৩ জন মহিলা সহ ৩৩ জন রক্তদান করেন।
উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, গত তিন বছর আগে প্রয়াত হয়েছেন ভক্তরঞ্জন পতি ও প্রহ্লাদ পাত্র। পরে ২০২০ সাল থেকে পরিবারের পক্ষ থেকে তাঁদের স্মরণে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এবছর প্রত্যেক রক্তদাতাকে একটি করে বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়।