পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- নতুন বছরের ২রা জানুয়ারী থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। মানুষ ক্যাম্পে এসে যাতে নির্ভুল ভাবে ফর্ম জমা দিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারে তার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পুঞ্চা থানার দামোদরপুর শবর পাড়ায় প্রাক প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করে জেলা প্রশাসন। নানা ভুলত্রুটির কারণে কিছু মানুষকে প্রকল্পের আওতায় আনা যায়নি। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মৎস্যজীবি ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড ইত্যাদি বিষয়ে সচেতন করা এবং তাদের নথিপত্র পরীক্ষা করা হয়।আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এসে আবেদন জমা করেন সেই বিষয়ে উৎসাহ প্রদান করলেন জেলাশাসক শ্রী রাহুল মজুমদার। সঙ্গে ছিলেন মহকুমাশাসক, বিডিও এবং অন্যান্য আধিকারিকেরা। এছাড়াও, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন জেলাশাসক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও উত্থান প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা ঐ পরিবার গুলি পেতে পারেন সেই বিষয়ে সচেতন করা ছাড়াও গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় সতর্ক হতে পরামর্শ দেন ।