নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তখন আপন মনে যে যার মত কাজে ছুটছেন। হঠাৎই সকলে দেখল তাঁকে। লাল টুপি, ইয়া বড় সাদা দাড়ি, লাল-সাদা পোশাক, পিঠে সেই গিফটের ঝুলি। আরে, এ তো সান্তাক্লজ! ব্যস, সান্তাকে দেখে কচিকাঁচাদের সে কী আনন্দ! “সান্তাক্লজ এসেছে, সান্তাক্লজ…” বলে কেউ গলা ফাটিয়ে চিৎকার করল। আবার কেউ গাইতে শুরু করল, “জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস।” বড়দিনের আগেই এমন একটুকরো ছবিই ধরা পড়ল ফালাকাটা ব্লকের জটেশ্বরে। শনিবার সকালের আলো ফুটতে না ফুটতেই রাস্তায় দাঁড়িয়ে পথচারী থেকে মোটর বাইক চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে জটেশ্বরের রাস্তায় হাজির এক সান্তাক্লজ। আর এহেন দৃশ্য দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে সান্তাকে নিয়ে এই অভিনব সচেতনতামূলক প্রচার চালানো হয়। পাশাপাশি,পথ চলতি মানুষের হাতে চকলেট তুলে দেওয়া হয়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার “সান্তাক্লজ এসেছে, সান্তাক্লজ…” বলে কেউ গলা ফাটিয়ে চিৎকার করল। আবার কেউ গাইতে...