জামবনিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক হাইস্কুল শিক্ষকের মৃত্যু,এলাকায় শোকের ছায়া।

0
312

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার বেলা প্রায় আড়াইটা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনা টি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর চিল্কিগড় চিচড়া রাস্তার মাঝে সতীঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে ঝাড়গ্রাম জেলার বিনপুর হাইস্কুলের শিক্ষক মলয় মাহাতো,তার বয়স প্রায় ৩৫ বছর।ঝাড়গ্রাম শহরের ১৮ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী এলাকায় আইনজীবী স্ত্রী অন্তরা মাহাতো ও একমাত্র পাঁচ বছরের মেয়েকে নিয়ে শিক্ষক মলয় মাহাতো ভাড়া বাড়িতে থাকতেন। তার বাড়ি জামবনি থানার কেন্দ্ডাংরি গ্রামে। রবিবার ছুটির দিন থাকায় নিজের গাড়িতে তিনি তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গ্রামের বাড়িতে বাবা মায়ের সাথে দেখা করে ঝাড়গ্রাম ফেরার পথে জামবনি ব্লক এর সতীঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার চারচাকা গাড়ি টি ধাক্কা মারে একটি গাছে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিক্ষক মলয় মাহাতোর মৃত্যু হয়। তবু স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঐ শিক্ষক কে মৃত বলে ঘোষণা করেন।গাড়িতে তিনি একাই ছিলেন এবং তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। জামবনি থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here