নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় ধাক্কা সদাইপুরে।

0
318

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল টোল প্লাজায় মধ্যরাত্রে একটি লোহার রড বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। লরি চালক জানান, আমি জোরে ব্রেক করেছিলাম কিন্তু সেই সময় হঠাৎ ব্রেক আটকে গিয়ে টোল প্লাজার দেওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় লরিটি। যদিও বা চালক ও খালাসি হতাহত হইনি। সদাইপুর থানার পুলিশ আসে এবং ক্রেন এনে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে।