নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বিজেপি সিপিএম এবং তৃণমূল এককাট্টা হয়ে তাপস কোটালের পরিবারকে দলে টানতে মরিয়া । উল্লেখ থাকে যে গত 4 এবং 5 ডিসেম্বর অকাল বর্ষণের ফলে ঋণ নিয়ে আলু চাষ করা বালিঠা গ্রামের তাপস কোটাল আত্মহত্যা করে পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যায় সিপিএম নেতৃত্ব। এ ব্যাপারে বিডিওর কাছে ক্ষতিপূরণের আবেদন জানান সিপিআইএম নেতৃত্বরা । শোনা যায় বিজেপি নেতৃত্বরা তাপস কোটালের বাড়িতে গিয়ে হাজির হন তার পরই শুরু হয় রাজনৈতিক তরজা তৃণমূলের পক্ষ থেকে তাঁর বাড়িতে যাওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে নিয়ে এসে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় । কিন্তু কতটা সুরাহা পেয়েছে ওই পরিবার সে নিয়ে উঠছে প্রশ্ন ।কোতুলপুর ব্লক সভাপতি সমির বাগ জানান তাপস কোটালের পরিবার আমাদের সাথেই ছিল আছে এবং থাকবে । টিএম সি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভানেত্রী সঙ্গীতা মালিক জানান আমাদের সাথেই ছিল আছে এবং থাকবে মমতা ব্যানার্জির উপর আস্থা আছে মমতা ব্যানার্জি নিশ্চয়ই কিছু না কিছু করবেন । তাপস কোটাল এর পরিবারের বক্তব্য তার বাড়িতে প্রথম গিয়েছিলেন সিপিআইএম । এরপর দেখার বিষয় আগামী দিন আর কোন কোন দলীয় পতাকা হাতে নিতে হয় তার জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময় আমাদের ।