সরকারি সিডিউল না মেনেই রাস্তা তৈরির বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর।

0
435

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার মদনপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের মদনপুর বাজার থেকে সাহেব বাগান হয়ে কল্যাণী পর্যন্ত অত্যান্ত গুরুত্বপূর্ণ বাইপাসের উপরে রাস্তা অবরোধ করল মাজদিয়া গ্রামের বাসিন্দারা। মাজদিয়া গ্রামের মানুষের দাবি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাইপাস প্রতিদিন কয়েক হাজার মানুষ কল্যাণী হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটি নতুন করে কাজ শুরু করেছে কতৃপক্ষ। কিন্তু রাস্তা সংস্কারের যে সিডিউল সেই সিডিউল মেনে নতুন রাস্তাটি কাজ হচ্ছে না বলে দাবি করে, রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ চলে। যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিনিয়ত কল্যাণী হাসপাতালে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য বহু রোগী রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের কথা ভেবেই রাস্তা অবরোধ তুলে নিল গ্রামবাসীরা। এরপরেও যদি সিডিউল মেনে রাস্তার কাজ নাহয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিক্ষোভকারী আন্দোলনকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here