মেদিনীপুর শহরে INTTUC র কর্মী সম্মেলন থেকে কড়া বার্তা রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জির।

0
303

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- INTTUC র হয়ে কোনো পৃথক সংগঠন কেউ চালাতে পারবেন না । সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে INTTUC র রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় এই বার্তা দিলেন INTTUCর রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি । তিনি আরও জানান যে ট্রেড‌ ইউনিয়নের নাম করে কোনো অনৈতিক কাজ করা চলবে না, বিভিন্ন কারখানায় INTTUC র নাম ব্যাবহার করে কোনো রকম দূর্নীতি বা অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়া চলবে না। সেই জন্য আমরা একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছি যাতে ফোন করা যাবেনা, শুধুমাত্র তথ্য প্রমাণ সহ ৬২৯২৬২৪৬৩ এই নম্বরে আমি থেকে শুরু করে কারখানার গেটে যিনি লিডার যার বিরুদ্ধে অভিযোগ থাকবে আমরা সরাসরি কলকাতা থেকে সাতদিনের মধ্যে যোগাযোগ করে তথ্য প্রমাণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়াও এই মুহূর্তে অসংগঠিত শ্রমিকদের সংখ্যা বেশী, তাদের অর্গানাইজ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সারা রাজ্যে।
এইদিনের সভায় উপস্থিত সকলকে তিনি এই কথা জানিয়ে দেন। ঋতব্রত ব্যানার্জি। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, তৃণমূল এর জেলা সভাপতি সুজয় হাজরা, INTTUC র জেলা সভাপতি শৈবাল গিরি সহ অন্যান্য নেতৃবৃন্দ।