নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলে সরকারি জমি দখল নিয়ে বিবাদ। সোমবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলে।ওই অঞ্চলের বনকাটি গ্রামের মানুষ সরকারি জমির উপর বাঁশের চালা করে। খুদমরাই গ্রামের গ্রামবাসীরা তার প্রতিবাদ জানায়। এনিয়ে সোমবার সকাল থেকেই দুই গ্রামের মধ্যে চলে তুমুল উত্তেজনা। দুপুর ঘনিয়ে আসতেই জমি দখল রুখতে রাস্তা অবরোধ করে খুদমরাই গ্রামের গ্রামবাসীরা। হঠাৎ করেই চড়াও হয় বনকাটি গ্রামের মানুষজন পথ অবরোধ কারীদের উপর চড়াও হয়। যার ফলে শুরু হয় হাতাহাতি, শুরু হয় দুই গ্রামের গ্রামবাসীদের মধ্যে মারামারি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার বিশাল পুলিশবাহিনী ও সাঁকরাইল থানার ওসি। দুই গ্রামের গ্রামবাসীদের মারামারিতে জখম হয় খুদমরাই গ্রামের চারজন যুবক। এর মধ্য একজন কুড়ুলের আঘাতে আক্রান্ত হয়। তার আঘাত গুরুতর। তৎক্ষণাৎ পুলিশ উদ্ধার করে আহত ৪ জন যুবক কে পুলিশ ভ্যানে করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বি এল আর ওর বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।