১২ দফা দাবি ভিত্তিতে আলিপুরদুয়ার জেলা এম আর ডিলার্স আ্যসোসিয়েশনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হল।

0
330

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ ১২ দফা দাবি ভিত্তিতে সোমবার আলিপুরদুয়ার জেলা এম আর ডিলার্স আ্যসোসিয়েশনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হল। এদিন এম আর ডিলার্স আ্যসোসিয়েশনের সদস্যরা মিছিল করে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন‍্যাতে এসে জেলাশাসকের কাছে বারো দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে। এম আর ডিলার্সরা জানান, প্রশাসনের পক্ষ থেকে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে জনগণের রেশন কার্ডের সাথে আধারের লিঙ্ক করতে, ডিলাররা জানান আমরা বাড়ি বাড়ি গিয়ে আধার লিঙ্ক ক‍রবো না। এছাড়া প্রশাসনের থেকে বলা হচ্ছে বয়ষ্ক ও শিশুদের আধার লিঙ্ক ছাড়া রেশন দিতে না কিন্ত বয়ষ্ক ও শিশুদের আধার ম‍্যাচ করছেনা এর ফলে কিন্ত জেলায় রেশন ব‍্যবস্থা ভেঙ্গে পড়বে।