এক গৃহবধূকে শ্লীতাহানীর অভিযোগ প্রতিবেশী বিবাহিত যুবকের বিরুদ্ধে।

0
356

মনিরুল হক, কোচবিহার: এক গৃহবধূকে শ্লীতাহানীর অভিযোগ উঠলো প্রতিবেশী এক বিবাহিত যুবকের বিরুদ্ধে।থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধু। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ তবে ওই যুবককে এখনো গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন গৃহবধু।
জানা যায় মাথাভাঙ্গা দুই নং ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরি এলাকায় এক গৃহবধূকে রাতের অন্ধকারে শ্লীতাহানী করে প্রতিবেশী হিমেশ চন্দ্র বর্মন সম্পর্কের ওই মহিলার কাকা শশুর ।

জানা গিয়েছে গত ৯ই ডিসেম্বর রাত আনুমানিক ১১:৩০ নাগাদ তার স্বামীর অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে শ্লীলতাহানি করে তার কাকা শশুর।

ওই মহিলা জানায়, তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন সেই সুযোগকে কাজে লাগিয়ে বারবার তাকে কুপ্রস্তাব দিতেন তার কাকা শশুর, এইদিন ৯ই ডিসেম্বর তার ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানি করে। এর পরেই তিনি ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here