গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো খেজুরির লাখি গ্রাম পঞ্চায়েতে।

0
363

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আবারো পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির লাখি গ্রাম পঞ্চায়েতে, বিশেষ সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। সূত্রের খবর, পঞ্চায়েতের গ্রিল কেটে দুষ্কৃতীরা বেশ কয়েকটি ল্যপটপ- সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। জানা গেছে, লক্ষাধিক টাকার বেশি মূল্যের জিনিস পত্র চুরি গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হেঁড়িয়া থানার পুলিশ গিয়ে গোটা ঘটনা পরিদর্শনের পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করে । অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতক চাপানউতর। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে নিজেদের দুর্নীতি ঢাকতে লোক লাগে এরকম চুরির ঘটনা ঘটাচ্ছে আর সকালবেলায় নাটক করছে, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here