দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছের এক পুকুর থেকে এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য আগড়বাড়চকে।

0
327

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছে একটি পুকুর থেকে বছর চারেকের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সমগ্র এলাকায়। ঘটনাটি জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাউরি আগড়বাড়চক এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় গত ঊনিশ তারিখ দুপুর নাগাদ নিখোঁজ হয় উক্ত এলাকার অসীম মান্নার কন্যা আর্য্যা মান্না।এরপর পরিবারের লোকেরা বহু খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে,জোড়াগেড়িয়া ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করে।অবশেষে আজ মঙ্গলবার সকাল নাগাদ বাড়ির অদূরেই একটি পুকুর থেকে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকেরা।খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনা প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা যাচ্ছে।তবে জলে ডুবে মৃত্যু নাকি,এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।