নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :: বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি পুরসভার ১২ নং ওয়ার্ডের মাস্টার কোয়ার্টার পাড়ায়। পেশায় বেসরকারি বিমা সংস্থার কর্মী মৃত ব্যক্তির নাম রতন কুমার বসাক।পরিবার সূত্রে জানাগিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার স্ত্রী ছেলেকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল বাড়িতে ফিরে এসে স্বামীকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে ,মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
Leave a Reply