নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের গড়মাল অঞ্চলের সাওড়া এলাকায় সোমবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই অঞ্চলের বাসিন্দা বাদল মাহাতো সোমবার সন্ধ্যায় গুড়গুড়িপাল থানার আমড়াতলা গ্রামে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল। বন্ধুর বাড়ি থেকে গড়মাল অঞ্চলের গোদামৌলি গ্রামে সাইকেল চালিয়ে সে যখন সোমবার রাতে বাড়ি ফিরছিল সেই সময় সাওড়া এলাকায় থাকা কলাইচন্ডী খালের উপর ধাকা ভগ্ন সেতু থেকে সাইকেল সমেত কলাইচন্ডী খালে পড়ে যায় । বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় শালবনি ব্লকের পিড়াকাটা ফাঁড়ির পুলিশ কে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে । কলাইচন্ডী খাল থেকে ওই ব্যক্তির সাইকেল ও জুতো উদ্ধার করা হয়েছে। তবে তাকে উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু মঙ্গলবার বিকাল পর্যন্ত বাদল মাহাতোকে উদ্ধার করা যায়নি। প্রায় ৪০ বছর বয়সী বাদল মাহাতো খালের জলে তলিয়ে যাওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তেমনি তার পরিবারে নেমে আসে শোকের ছায়া । ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের সাথে সহযোগিতা করে তাকে উদ্ধারের জন্য খালে নেমে তল্লাশি অভিযান শুরু করেছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা শালবনির কলাইচন্ডী খালের জলে তলিয়ে গেল এক ব্যক্তি এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ।