সাতমাইল সতীশ ক্লাবের পক্ষ থেকে হল কোচবিহার ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের আলোচনা সভা।

0
308

মনিরুল হক, কোচবিহার: সাতমাইল সতীশ ক্লাবের পক্ষ থেকে একটি আলোচনা সভা হল। এদিনের এই আলোচনা সভায় কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার ৬০ টি এফপিও নিয়ে একটি অ্যাসোসিয়েশন তৈরি করা হলো। এই অ্যাসোসিয়েশন আগামী দিনে কৃষি এবং কৃষকের উন্নয়নের লক্ষে কাজ করবে।

এই এফপিও-রা কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং বিভিন্ন সরকারি স্ক্রিম থেকে শুরু করে, বিভিন্ন লাইসেন্স থেকে শুরু করে, বিভিন্ন কাজের ক্ষেত্রে সেগুলো যাতে সমাধান করা যায় সেটাই এই ফপো-র লক্ষ্য হবে।

কোচবিহার ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন এর মনোনীত কমিটির তালিকা, সভাপতি অমল রায়, সহ-সভাপতি জীবন দাস, সম্পাদক বিপ্লব কুমার, সহ-সম্পাদক নান্টু কর, কোষাধক্ষ্য মোজাহিত হোসেন, সহ কোষাধক্ষ্যা সাজিদা বেগম।

এদিনের আলোচনা সভায় এফপিও হিসেবে নিযুক্ত হলএন বিপ্লব সাহা, সম্পাদক। এফপিও এসোসিয়েশন বলেন, আমরা এফপিও কাজের অধিকার নিয়ে কাজ করবো যাতে কৃষক লাভবান হয়।

এফপিও এসোসিয়েশনের সভাপতি অমল রায় বলেন, কৃষকদের সংগঠিত করে সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, অনেক সরকারি প্রকল্প আছে সেগুলো যাতে কৃষকেরা পায় সেটা আমরা জেলা প্রশাসনের কাছে তুলে ধরবো।