আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার বনপুকুর গ্রামের বাসিন্দা আনুমানিক ৪৩ বছর বয়সের দিন মজুর মোহন মাঝি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে এসেছিলেন ব্যক্তিগত কাজে গ্রামের কিছুটা দূরে শান্তাশ্রম বাজারে। সন্ধ্যার পরে তিন বন্ধু মিলে বাই সাইকেলে করে বাড়ি ফেরার সময় সাঁতরা মোড়ের কাছে একই দিক থেকে আসা একটি ট্রাক্টরের নিচে পরে গেলে গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা তরিঘরি চিকিৎসার জন্য ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসা শুরু হলেও মিনিট চল্লিশের পরেই মোহন মাঝিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক ট্রাকটিকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে। আজ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় ইন্দাস থানার পুলিশ।