নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- হাতে মাত্র আর কয়েকটা দিন! সারা পৃথিবীতে নেবে আসবে খুশির বন্যা। প্রভু যীশুর শান্তির বার্তা পৌঁছাবে বাংলাতেও। বিভিন্ন জেলার মতন নদীয়া জেলাতেও সাজ সাজ রব। ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজ এবং তার উপহারের ডালির পসরা সাজিয়ে বসেছেন শহরের বিভিন্ন দোকান। জীবন্ত সান্তাক্লজদের মিলেছে ভাড়া। কেকের বেকারি গুলোতেও চলছে জোড় কদমে কদমে প্রস্তুতি। সেকেলে বেকারিগুলি আধুনিকতার নামিদামি কোম্পানির উন্নত প্রযুক্তির কাছে মন্দা ব্যবসা নিয়েই আশায় দিন গোনে এই দুই মাসের অপেক্ষায়। তবে কেকের এর প্রচলন আগের থেকে অনেকটাই বেড়েছে বলে অভিমত বেকারি মালিকদের। কম দামে কেক নিতে এখনো নির্ভরশীল এই ধরনের বেকারিগুলি।