নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সামনেই বড়দিন এবং নিউ ইয়ার। আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরে বিভিন্ন দোকানে টুপি, ক্রিসমাস ট্রি, নানা ধরনের কেক সহ পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এখনও সেভাবে বিক্রি শুরু না হওয়ায় চিন্তায় রয়েছেন তাঁরা। বড়দিনে অনেকে নিজের বাড়ি আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলেন। ছোটদের মাথায় থাকে লাল সাদা রংয়ের টুপি। বিভিন্ন গির্জাকে সাজিয়ে তোলা হয়। কেক খাওয়া হয়। স্বাভাবিক ভাবেই বড়দিনে চাহিদা থাকে ওইসব সামগ্রীর। লাভের আশায় এই সব সামগ্রী নিয়ে পসরা বসিয়েছেন ব্যবসায়ীরা। বীরপাড়া শহরের এক ব্যবসায়ী মনজ পাল জানান, “বড়দিন উপলক্ষ্যে নানা জিনিস আনা হয়েছে। তবে এখনও সেভাবে বিক্রি হচ্ছে না। তবে বড়দিনের আগে ব্যবসা জমবে বলেও আশাবাদী ব্যবসায়ীরা।”
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার বীরপাড়া শহরে বিভিন্ন দোকানে টুপি, ক্রিসমাস ট্রি, নানা ধরনের কেক সহ পসরা...