সরকারি নির্দেশ উপেক্ষা করে ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত ভর্তির ফিস নেওয়ার বিরোধিতা করে জেলা বিদ্যালয় পরিদর্শক এর অফিসে ডেপুটেশন দেওয়া হলো।

0
402

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারি নির্দেশ উপেক্ষা করে ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত ভর্তির ফিস নেওয়ার বিরোধিতা করে জেলা বিদ্যালয় পরিদর্শক এর অফিসে ডেপুটেশন দেওয়া হলো এসএফআই এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে, এদিন সংগঠন এর পক্ষ থেকে অভিযোগ করা হয় জলপাইগুড়ি জেলায় ছাত্র-ছাত্রীদের থেকে সরকার নির্ধারিত ফিসকে উপেক্ষা করে অতিরিক্ত ফিস নেওয়া হচ্ছে তাও আবার রসিদে না লিখে, এই ব্যাপারে ডিআই স্যারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, নাহলে আমরা এই ব্যাপারটি নিয়ে জেলা প্রশাসন এর দারস্থ হবো, এছাড়াও জেলার সর্বত্র যথাযথভাবে অনলাইন ক্লাস এর সুযোগ পায়নি ছাত্র-ছাত্রীরা এই কারনে টেস্ট পরীক্ষা পরবর্তী সময়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সমস্ত পরীক্ষার্থীর জন্য অনলাইনে ক্লাস এর দাবী রাখা হয়, যেভাবে ড্রপআউট ছাত্র-ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাদের চিহ্নিত করে ক্লাসরুমে ফিরিয়ে আনার ব্যাবস্থাও করতে হবে,এবং দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে তারাও প্রশাসনের সাথে এই কাজ করতে সহায়তা করতে ইচ্ছুক বলে তারা প্রস্তাব দেন, এদিনের কর্মসূচিতে এসএফআই এর জেলা সম্পাদক প্রভাকর সরকার, শুভময় ঘোষ, অনুভব দে, শুভম সাহা, অনির্বান দে নেতৃত্ব দেন।।