আগামী বছরের মার্চের মধ্যে বালুরঘাট ডিপোর আয়ের লক্ষ্য ১ কোটি, বালুরঘাট ডিপো পরিদর্শনে এসে জানালেন উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

0
802

বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুরঃ আগামী বছরের মার্চের মধ্যে বালুরঘাট ডিপোর আয়ের লক্ষ্য ১ কোটি, বালুরঘাট ডিপো পরিদর্শনে এসে জানালেন উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বৃহস্পতিবার পার্থ প্রতিম রায় উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাটের বাস ডিপোর অবস্থা সরজমিনে খতিয়ে দেখেন। এদিন পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল। পরিদর্শন শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান ১-লা নভেম্বর ২০২১ অবধি বালুরঘাট ডিপো আয় করেছে ৮০ লক্ষ টাকা। পাশাপাশি তিনি জানান তারা টার্গেট করেছেন মার্চ ২০২২-এর বালুরঘাট ডিপোর এক কোটি টাকা আয় করবার লক্ষ্যমাত্রার কথা। উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে খবর আয় বাড়ানোর উদ্দেশ্যে উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই নিজেদের মধ্যে পর্যালোচনা সভাও করেছে। যার পরে বেশ কিছু লাভ জনক রুট যেগুলি আগে করোনা পরিস্থিতির পূর্বে খোলা ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছিল সেই রুটগুলিতে পুনরায় বাস চালু করার বিষয়ে পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থা। যার মধ্যে বালুরঘাট-হিলি রুট অন্যতম। শুধু তাই নয় বালুরঘাট থেকে কলকাতা এবং বালুরঘাট থেকে কোচবিহার রুটে একাধিক বাস চালানোর কথাও ভাবছে সংস্থা বলে সূত্র মারফৎ খবর। এদিন পার্থ প্রতিম রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে ইলেকট্রিক বাস এবং সি.এন.জি বাস চলছে, এটাই আগামীদিনের ভবিষ্যৎ। পাশাপাশি উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়-এর সাফ কথা তারা সংস্থাগতভাবে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন এবং প্রতিটি ডিপোর আয় বাড়াতে চাইছেন, যে কারনে তারা সবদিকগুলি বিবেচনা করছেন-দেখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here