দূর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য বাসের ড্রাইভারকে মালা পরিয়ে সম্বর্ধনা।

0
324

আবদুল হাই, বাঁকুড়াঃ- গতকাল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোঢডিহি পঞ্চায়েতের তৃণমূল নেতা ও পাথরমোড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী অজয় চক্রবর্তী সোনামুখীতে মিটিং এ আসার সময় দূর্ঘটনার কবলে পড়েন।জানা গেছে পাথরমোড়া ব্রিজ এর আগে বাইক ও পিকাপ ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় একটি বাস সামনে চলে আসে। কোনক্রমে বাসের ড্রাইভার সজরে ব্রেক করে সকলের প্রাণ বাঁচান। গুরুতর আহত অবস্থায় অজয় বাবুকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়।জানা গেছে তিনি এখন সুস্থ আছেন। দূর্ঘটনার কবল থেকে সকলকে বাঁচানোর জন্য আজ বাসের ড্রাইভারকে মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here