পথ দূর্ঘটনায় মৃত্যু হল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক অস্থায়ী কর্মচারীর।

0
355

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ ভোর বেলায় রাণীগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার সদাইপুর থানার কচুজোড় মোড়ে একটি লরি রোডের উপর দাড়িয়ে থাকা ইট বোঝায় ট্রাকটারকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। কচুজোড় গ্রামের মিঠুন দলুই (36) নামে এক ব্যক্তি ট্রাকটারের পাশে দাড়িয়ে ছিলো। তখনই তাকে ধাক্কা মারে এবং তিনি গভীরভাবে আহত হন। ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ পৌঁছে আহত ব্যাক্তিকে সিউড়ি সদর হাসপাতাল নিয়ে যায় এবং ওখানে মিঠুন দলুই মারা যান ।জানা গেছে, তিনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী কর্মী ছিলেন। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। তারপর বেশ কয়েক ঘন্টা পথ অবরোধ করেন, এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। সদাইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে সদাইপুর থানার পুলিশ। দুই গাড়ির চালক পলাতক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here