ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মূল্যায়নে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বি ডবল প্লাস,খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

0
530

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC) এর মূল্যায়নে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বি ডবল প্লাস (B++) গ্রেড পেয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের নতুন গ্রেড প্রাপ্তির কথা জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু। প্রতি পাঁচ বছর অন্তর ন্যাকের মূল্যায়ন হয়। এর আগের বারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ‘বি প্লাস’ (B+) মর্যাদা অর্জন করেছিল। এইবারে মোট চার নম্বরের মধ্যে ২.৭৯ নম্বর পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। রাজ্যে এ পর্যন্ত যতগুলি বিশ্ববিদ্যালয়ে ন্যাক (NAAC) তার নতুন পদ্ধতি অনুসারে যে মূল্যায়ন করেছে, তার মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল সবচেয়ে ভাল। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের মূল্যায়ন হয়েছে এইবারে। উপাচার্যের মতে, এইবার লড়াই অসম থাকলেও, ফল ভাল হয়েছে। তবে এই খুশির খবর ছড়িয়ে পড়তেই খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।