সাঁকরাইল ব্লক এর ডুমুরিয়া গ্রামে হাতির তাণ্ডব বনদপ্তর এর বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

0
279

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর ডুমুরিয়া গ্রামে বুধবার রাতভোর চলল হাতির তান্ডব!
ভাঙ্গলো বাড়ি, ক্ষতি করল জমি থেকে বাড়ির খামারে নিয়ে আসা ফসল।
স্হানীয় সূত্রে জানা যায় যে বুধবার রাতে প্রায় ২০-২৫ টি একটি হাতির দল তান্ডব চালায় ডুমুরিয়া গ্রামে।যার ফলে গ্রামবাসীরা হাতির হামলার আতঙ্কে বুধবার রাতে ঘুমোতে পারেনি। প্রচণ্ড ঠান্ডায় রাত জেগে ছিলেন গ্রামবাসীরা। ওই হাতির দল খাবারের সন্ধানে ডুমুরিয়া গ্রামে ঢুকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বলে গ্রামবাসীরা জানান । এছাড়া ও মাঠ থেকে পাকা ধান বাড়ির খামারে নিয়ে এসে রেখেছিল গ্রামবাসীরা। সেই পাকা ধানে ব্যাপক ক্ষতি করেছে হাতির দল ।ওই এলাকায় হাতিরদল দাপিয়ে বেড়ালেও বনদপ্তর এর পক্ষ থেকে হাতিগুলিকে তাড়ানোর কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি বলে গ্রামবাসীদের অভিযোগ। তাই
বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। গ্রামবাসীদের
অভিযোগ প্রতিনিয়ত হাতি গ্রামে ঢুকলেও ব্যবস্তা নেয় না বনদপ্তর। গ্রামবাসীরা বনদপ্তর কে বারবার বিষয়টি জানিয়েছেন কিন্তু বনদপ্তর এর পক্ষ থেকে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোন উদ্যোগ চোখে পড়েনি বলে গ্রামবাসীরা জানান। তাই যেভাবে এলাকায় হাতির দল লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতেই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা বলে ডুমুরিয়া গ্রামের বাসিন্দারা জানান।