দার্জিলিঙয়ের সেলফি জোনের আদলে মালদার বাঁধ রোডে মহানন্দার পাড়ে তৈরি হচ্ছে সেলফিজোন।

0
290

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-দার্জিলিঙয়ের সেলফি জোনের আদলে মালদার বাঁধ রোডে মহানন্দার পাড়ে তৈরি হচ্ছে সেলফিজোন। সেখানে বড় আকারের গ্লো-সাইন বোর্ডে লেখা থাকছে ‘আই লাভ মালদা’। নতুন বছরের শুরুতে এভাবেই মালদার বাঁধরোডের নানা সৌন্দর্যায়ন করে মালদাবাসীকে উপহার দিতে চাইছে ইংরেজবাজার পুরসভার প্রশাসক বোর্ড। শুধু তাই নয়, এই বাঁধ রোডে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রাতঃভ্রমণ এবং শরীরচর্চা করতে প্রচুর মানুষ যান। তাদের জন্য সেখানে হচ্ছে ওপেন জিম। পুরো বাঁধরোড সাজানো হচ্ছে আলোকমালায়। এছাড়া সবুজায়ন, কাফেটেরিয়া, বসার মনোরম ব্যবস্থা সবই থাকছে। ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগারওয়াল বলেন, বাঁধ রোডের সৌন্দর্যায়ন আমরা বছরের শুরুতে মালদাবাসীকে উপহার দিতে চলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here