পাচারের আগেই ১৩৯৮ কার্টুন বিলেতি মদ উদ্ধার, আটক ২।

মনিরুল হক, কোচবিহার: ভিন রাজ্যে পাচারের আগেই ১৩৯৮ কার্টুন বিলাতী মদ সহ পাচারকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করল  বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ কোচবিহার জেলার আসাম- বাংলা সীমান্ত এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় অসম থেকে আসা RJ.19GG 0126 নাম্বারের একটি  লরি থেকে ওই অবৈধ মদ বাজেয়াপ্ত করে পুলিশ। চালকের কাছে মদের কার্টুনের বৈধ কাগজপত্র না থাকায় চালক ও খালাসির বিরুদ্ধে নির্দিষ্ট আইনে  মামলা রুজু করে পুলিশ। এই প্রচুর পরিমাণ মদ গুলি অরুণাচল প্রদেশের মেঘালয় থেকে  বিহার রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানানো হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। ধূত  ব্যক্তিদের শুক্রবার তুফানগঞ্জ মহকুমার আদালতে তোলা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *