জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ জাতীয় উপভোক্তা দিবস।সেই উপলক্ষে জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর এর উদ্যোগে শহরে একটি রেলি বের করা হয়েছিল।পশ্চিম বঙ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কাযালয়ের ব্যাবস্থাপনায় একটি রেলি জেলা শাসক দপ্তর থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে রেলিটি মানুষ কে সচেতন করতে বের হয়।জলপাইগুড়ি শহরের pw d মোড় হয়ে বড় ডাকঘর ,থানা মোড়,হসপিটাল পাড়া সমাজ পাড়া হয়ে ফের জেলা শাসক দপ্তরে শেষ হয়।কেউ কোন জিনিস কিনে যাতে রসিক অবশ্যই নেয়।পাশাপাশি কোন দোকান থেকে কেউ ঠকলে যাতে সরকারি ভাবে এবং এই দপ্তরের সহযোগিতা নেয়।সেই উদ্দেশ্যেই এই রেলি বলে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কাযালয় আহবায়ক সুমন্ত ঘোষ জানিয়েছেন।