রকমারি কেকের সম্ভারে বেকারি দোকানগুলি সেজে উঠেছে।

0
328

নিজস্ব সংবাদদাতা, ‌মালদাঃ– রাত পেরোলেই বড়দিন। আর বড়দিন মানেই কেক। রকমারি কেকের সম্ভারে বেকারি দোকানগুলি সেজে উঠেছে। গত বছর করোনা আবহে তেমন বিক্রি হয় নি। এবার বিক্রির আশায় বেকারি মালিকেরা। গাজোলের শিক্ষকপল্লীর গোল্ডেন বেকারিতেও এখন কেক তৈরির ব্যস্ততা তুঙ্গে। এখানে ৬০ টাকা থেকে কেক শুরু। রয়েছে ১০০, ১৫০, ২০০, ৩০০, ৫০০ টাকার কেক। বড়দিন যেহেতু শনিবার, তাই নিরামিষ কেক তৈরি করা হয়েছে গাজোল শহরের অধিকাংশ বেকারিতে। বেকারির ম্যানেজার প্রসেনজিৎ দেবশর্মা জানান, ‘‌গত বছরের তুলনায় এবার বিক্রি তুলনামূলক বেশি। আশা করি এবার লাভের মুখ দেখা যাবে।’‌