জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ সিপিআই(এম) ২৫ তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটি। সিপিআই(এম) জেলা কার্যালয় সুবোধ সেন ভবন থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। ভারতবর্ষকে হিন্দু-মুসলিমের বিভাজনের রাজনীতির করে দেশ বিক্রীর চক্রান্তে লিপ্ত বিজেপি, রাজ্যের বুকে গণতন্ত্রকে হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরো তীব্র করার আহ্বান জানিয়ে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ এর বিরুদ্ধে ২৫ তম জলপাইগুড়ি জেলা সিপিআই(এম)এর সম্মেলন সফল করার ডাক দেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল, পার্টি নেতা শক্তি গোস্বামী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য্য, শিক্ষক নেতা বিপ্লব ঝা, মহিলা নেত্রী দূর্বা ব্যানার্জী, ছাত্রনেতা প্রভাকর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পাশাপাশি সিপিআইসিপিআই(এম) 25 তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে মিছিল করল সিপিআই(এম) সদরপূর্ব এরিয়া কমিটি। সিপিআই(এম) জেলা কার্যালয় সুবোধ সেন ভবন থেকে এই মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। ভারতবর্ষকে হিন্দু-মুসলিমের বিভাজনের রাজনীতির করে দেশ বিক্রীর চক্রান্তে লিপ্ত বিজেপি, রাজ্যের বুকে গণতন্ত্রকে হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরো তীব্র করার আহ্বান জানিয়ে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ এর বিরুদ্ধে ২৫ তম জলপাইগুড়ি জেলা সিপিআই(এম)এর সম্মেলন সফল করার ডাক দেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল, পার্টি নেতা শক্তি গোস্বামী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য্য, শিক্ষক নেতা বিপ্লব ঝা, মহিলা নেত্রী দূর্বা ব্যানার্জী, ছাত্রনেতা প্রভাকর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পাশাপাশি সিপিআইএম জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষে সম্পাদক সলিল আচার্য এক প্রেস বিবৃতিতে জানান আগামী ২৬ ও ২৭ শে ডিসেম্বর কমরেড বাবুলাল গোপ মঞ্চ ( ধূপগুড়ি কমিউনিটি হল) তেভাগা ঐতিহ্য নগর (ধূপগুড়ি) এ অনুষ্ঠিত হতে চলেছে সিপিআই(এম)২৫ তম জলপাইগুড়ি জেলা সম্মেলন। এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তখন উগ্র দক্ষিণপন্থার বিরুদ্ধে বামপন্থার লড়াই আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে শ্রমিক কৃষক মেহনতী মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হচ্ছে গোটা দুনিয়া জুড়ে। শ্রমিক কৃষক মধ্যবিত্ত মেহনতি মানুষের ঐক্য কে ঐক্যবদ্ধ করে জলপাইগুড়ি জেলার বুকে বিচ্ছিন্নতাবাদকে কে প্রতিহত করার সংগ্রামের ইতিহাস এই জেলায় বর্তমান। জলপাইগুড়ি জেলায় পার্টির শক্তি বৃদ্ধি করে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার বার্তা বহন করবে সিপিআইএম ২৫তম জলপাইগুড়ি জেলা সম্মেলন বলে জানান তিনি। ইতিমধ্যে ফ্লেক্স তোরণ রক্ত পতাকায় সেজে উঠেছে ধূপগুড়ি শহর আগামীকাল ধুপগুড়ি শহরের বুকে জেলা সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে মশাল মিছিল করবেন পার্টি কর্মীরা।