কিংবদন্তি সঙ্গীতকার মোহাম্মদ রফির ৯৭ তম জন্ম দিবস পালন করল অমল স্মৃতি সংঘ ও জেলার সংগীতশিল্পীরা।

0
338

নিজস্ব সংবাদদাতা, মালদা:- কিংবদন্তি সঙ্গীতকার মোহাম্মদ রফির ৯৭ তম জন্ম দিবস পালন করল অমল স্মৃতি সংঘ ও জেলার সংগীতশিল্পীরা।
শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের মকদুম্পুর এলাকায় মোহাম্মদ রফির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সঙ্গীতের মাধ্যমে পালন করা হয় সঙ্গীত শিল্পীর জন্ম দিবস।
অনুষ্ঠানের উদ্যোক্তা গৌতম সাহা, অমল স্মৃতি সংঘের সম্পাদক বৈদ্যনাথ দাস সহ অন্যান্য সংগীতশিল্পীরা।
প্রয়াত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির গাওয়া গান পরিবেশন করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগীতশিল্পীরা।
এই বিষয়ে উদ্যোক্তা তথা সংগীতশিল্পী গৌতম সাহা জানান, গত দুই বছর ধরে কিংবদন্তী সঙ্গীতশিল্পীর মোহাম্মদ রফির জন্ম দিবস পালন করেন তারা। এবছর তার ৯৭ তম জন্ম দিবস।
তার গাওয়া গানের মাধ্যমে সংগীত শিল্পী কে শ্রদ্ধা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here