আবদুল হাই, বাঁকুড়াঃ ধান ঝাড়াই হামার মেশিনের নিচে চাপা পড়ে এক কৃষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । শনিবার ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার সোনামুখী থানার ধুলাই পঞ্চায়েতের পলশুড়া গ্রামে । মৃত কৃষকের নাম সুশান্ত সিট । বয়স আনুমানিক ছত্রিশ বছর ।
স্থানীয় সুত্র জানতে পারা যায় , সুশান্ত সিট নামের ওই কৃষক ট্রাক্টরে লাগানো ধান ঝাড়াই হামার মেশিন দিয়ে নিজের জমিতে ধান ঝাড়াই করছিলেন এবং সেই মেশিন এক জমি থেকে আরেক জমিতে নিয়ে যাচ্ছিলেন সেই সময় ট্রাকের ওপর বসে ছিলেন তিনি ।
আচমকা উল্টে যায় ধান ঝাড়া মেশিনটি । ফলে মেশিনের নিচে চাপা পড়ে যান তিনি । তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে । পুলিশ মৃতদেহটি বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।
Leave a Reply