মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-একটি পুরনো মামলায় গ্রেফতার করা হল মালদার বিজেপি নেতা কাজল গোস্বামীকে। রবিবার রাতে তাকে বাড়ি থেকে সস্ত্রীকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। কাজল বাবু জানিয়েছেন, প্রায় দশ বছর আগে একটি আর্থিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলাটি আদালতে রফাও হয়ে যায় তার কোন অস্তিত নেই বলে দাবি করেন তিনি। আসন্ন পুরসভা ভোটের আগে বিজেপি নেতাদের হেনস্থা করার উদ্দেশ্যেই পুলিশ শাসক দলের মদতে এমনটা করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার তাকে আদালতে তোলা হয়। প্রসঙ্গত, ২০১৯ সালে শুভেন্দু অধিকারির হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান কাজল গোস্বামী।