চা বাগানে মেয়ে এবার লন্ডন পার।

0
355

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এলাকায় এক ভগৎপুর গ্ৰামে মেয়ে প্রমান করা গল্প । চা বাগানের আদিবাসী ছাত্রী গীতা এক্কা লন্ডনের ব্রনেল বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে যাচ্ছেন তার স্বপ্ন সে একদিন না একদিন লন্ডনের বিশ্ববিদ্যালয় পড়বে তার স্বপ্ন বাস্তবায়িত হলো। গীতা প্রথমে পাড়াশোনা করতেন ‌পাহাড়ি এক বিদ্যালয় থেকে তারপর সে প্রবেশিকা পরীক্ষা ঊক্তীন হয় নয়া দিল্লি হোটেল ম্যানেজার নিয়ে পড়াশোনা করে । ২০১৮ সালে বিএসসির ডিগ্ৰি পাস করার পর শুরু হয় কঠিন পরীক্ষা লড়াই । একাধিক দিক পাশ করা পর এবার গন্তব্যস্থল বিদেশ সফর এই বিষয়ে হল হিউম্যান রিসোর্স এন্ড এমপ্লয়মেন্ট এম এসসি পড়ার সুযোগ পেয়েছেন ‌। তাই বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনের তাকে আজ পরিবারের কে ১লক্ষ টাকা দিলেন পরিষদ সভাপতি শ্রী উওরা বর্মন । জেলা পরিষদ সভাপতি বলেন যে তার যা সাহায্য লাগবে তা দিতে রাজি ‌‌। তাকে চা বাগানের শিক্ষা দিকে থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হল । কিন্তু একটু সংশয় থেকেই যাচ্ছে বর্তমান সরকার সে স্টুডেন ক্রেডিট কার্ড কেন পেলো না সে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here