নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসে রাজনৈতিক কর্মশালা ও দুঃস্থ দের মধ্যে শীত বস্ত্র বিতরণ, নাকাশী পাড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে।এদিন সকালে বেথুয়া ডহরি পাটুলি ঘাট রোড যমুনা লজে
জাতীয় ও দলিয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছিলেন নাকাশিপারা ব্লক কংগ্রেস সভাপতি পুলক সিংহ,
নদীয়া জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি আনোয়ারুল হক,
নদীয়া জেলা মাইনোরিটি সেল এর চেয়ারম্যান আলম সিদ্দিকী নদীয়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি হারুন রশিদ
প্রদেশ কংগ্রেসের সম্পাদক মনিরুল হক
সহ জাতীয় কংগ্রসের অসংখ্য কর্মি সমর্থক।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা যেমন এক ধারে বিজেপি ও তৃনমূল সরকারের বিরুদ্ধে ঝাঁজালো আক্রমন করে।
পাশাপাশি আগামী দিনে সংগঠনএর রূপরেখা নিয়েও কর্মদের সাথে আলোচনা করে।