পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং একাধিক কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভা।

0
346

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিভিন্ন জন বিরোধী নীতি এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়, এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, ফিরোজা বিবি সহ বিধায়ক ও তৃণমূল নেতা কর্মীগণ, এই প্রতিবাদ সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী কে নিশানা করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তিনি বলেন নন্দীগ্রাম কে ভুল বুঝিয়েছেন, মিথ্যা আশ্বাস দিয়েছেন, কিছু লোককে নিয়ে তিনি রাজনীতি করছেন যারা আগে কিছু ছিল না, এখন তাদের বাড়ির টাকা পয়সা অনেক হয়েছে, এমনিভাবে কটাক্ষ করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, পাশাপাশি তিনি বলেন ২০২৪ সালের বিজেপি ফিনিশ হয়ে যাবে, এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা বুঝিয়ে দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here