বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দিনের পর দিনে হু হু করে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। তবুও কিনতে হচ্ছে গ্রাহকদের। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরের একটি গ্যাসের দোকানে প্রতিটি সিলিণ্ডারে বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। সেখ আসরফ নামে এক গ্রাহক জানান, আমরা বোলপুর থেকে গ্যাস নিচ্ছি সেখানে ৯১১ টাকা নিচ্ছেন সেখানের দোকানদার। কিন্তু আমরা দুবরাজপুরে কিনতে গেলে তাঁরা ৯৪০ টাকা নিচ্ছেন। এটা কী করে হতে পারে যে একই জেলায় দু’রকম দাম। যদিও বা গ্যাস দোকানের মালিক আমাদের সদুত্তর দিতে পারেননি। আমরা ন্যায্য মূল্যে গ্যাস না পাই তাহলে আমরা বিকল্প ব্যবস্থা নেব। পাশাপাশি আর এক গ্রাহক সেখ টিপু জানান, আমরা গতকালও এসেছিলাম কিন্তু তাঁরা আমাদের বলেন কোম্পানির সাথে কথা বলতে। আমরা কেনই বা বেশি টাকা দেব। একেই তো এখানে ৯৪০ টাকা গ্যাসের দাম নেওয়া হচ্ছে। তারপর যাঁরা গ্যাস দিতে বাড়িতে যান তাঁরাও ২০ টাকা করে বেশী নেন। এগুলো বন্ধ করতে হবে। অন্যদিকে গ্যাস দোকানের কর্ণধার তনুশ্রী দাস এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, শুধু দুবরাজপুরে যে গ্যাসের দাম বেশী নেওয়া হচ্ছে তা নয়, বীরভূমের সমস্ত জায়গায় ৯৪০ টাকা নেওয়া হচ্ছে। তাঁকে বোলপুর ও দুবরাজপুরের গ্যাসের দামের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, কোথায় কী নিচ্ছে আমার জানা নেই। আর যদি কেউ গ্যাস হোম ডেলিভারি করতে যায় এবং বাড়তি টাকা নেন তাহলে আমাকে লিখিত দেন আমি ব্যবস্থা নেব।