নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- সিপিএম বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। বুধবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের মায়াপুর হুলোর ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক প্রকাশ্য দলীয় জনসভায় বিজেপি, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এইদিন মূলত মায়াপুর বামুনপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চর কষ্টশালীর তিন নম্বর বুথের বর্তমান ও প্রাক্তন মেম্বার সহ বিভিন্ন দল থেকে আসা বহু রাজনৈতিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার হাত ধরে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী অভূতপূর্ব উন্নয়নের শরিক হতেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে এই দিন সন্ধ্যায় তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর জানান যোগদানকারী রাজনৈতিক কর্মী সমর্থকেরা। বিধায়ক ছাড়াও এদিনের যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা তাপস ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।