নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ১০০ দিনের কাজের জোর দেওয়া হয়েছে বিভিন্ন জেলায়। সেই মতে মালদা জেলায় হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দৈনিক ১০০ দিনের কাজ শুরু হয়। হঠাৎ শ্রমিকরা জানতে পারে ১০০দিনের কাজের সময় পরিবর্তন করা হয়েছে।সেই কথা জানতে পেরে বিক্ষোভ ফেটে পরে তার জেরে বিক্ষোভ প্রদর্শন করে।জানা যায় প্রথমে বুধবার দুপুরে আইহো অঞ্চলের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন সেখানে আইহো অঞ্চলের প্রধান কে শ্রমিকরা এই বিষয়ে জানালে তিনি বলেন বিডিও কে জানাতে পরবর্তীতে সেখান থেকে তারা 100 দিনের কাজের শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় শেষে আইহো স্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের জেরে যানজট সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হবিবপুর থানার পুলিশ ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও।পরে বিডিওর তাদের কাছে লিখিত দিতে বলেন এবং তাদের কে আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। তাদের দাবি ছিল-যা সময় ছিল তাই সময় তারা কাজ করবে, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে, তাদের সপ্তাহে সপ্তাহে মজুরি দিতে হবে। পরে বিডিওর লিখিত আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় এছাড়াও জল ও রাস্তা নিয়ে তারা জানিয়েছে।
বাইটঃ-হবিবপুর ব্লকের বিডিও
বাইট ঃ- শ্রমিক