রানাঘাট স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভে বিঘ্নিত হলো রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল।

0
484

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভে বিঘ্নিত হলো রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল। যাত্রী বিক্ষোভের কারণ ৭টা ৩০এর ডাউন রানাঘাট লোকালের প্ল্যাটফর্ম বদল।যাত্রীদের দাবি দীর্ঘদিন ধরে সাড়ে সাতটার ডাউন রানাঘাট লোকাল ছারতো ৫নম্বর থেকে।কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ট্রেন ছারছে ২নম্বর প্লাটফ্রম থেকে। যাত্রীদের দাবি এর ফলে তাদের নানা অসুবিধা হচ্ছে।অবিলম্বে ডাউন রানাঘাট লোকালকে আবার 5 নম্বর প্লাটফর্ম থেকে ছাড়তে হবে।প্রায় ৪০মিনিট ধরে চলে রানাঘাট স্টেশনের এই বিক্ষোভ।এরপর নিত্যযাত্রীদের সাথে রেলের আধিকারিকদের আলোচনার পর ওঠে এই বিক্ষোভ।রানাঘাট স্টেশনে বিক্ষোভের জেরে আটকে পড়ে কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here