নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের রামেশ্বরপুর অঞ্চলে রামেশ্বরপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় রক্তদান শিবির এবং শীতবস্ত্র বিতরনের আয়োজন করা হয় রামেশ্বরপুর শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে। জানা গিয়েছে করোনার তৃতীয় ঢেউ প্রবেশ করেছে আমাদের দেশে এবং রাজ্যে। সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে আগামী দিনে আবার লকডাউন হতে পারে। এই আবহে রক্তসংকট যাতে না হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির অনুষ্ঠিত করে চলেছে বিভিন্ন স্থানে। আজকে এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জনের অধিক রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি দুই শতাধিক দুঃস্থ ও শীতার্তদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, সমাজসেবী সনৎ মাহাতো , অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক বিমল মাহাতো, সমাজসেবী গৌতম বেরা, পিযুষ মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।
Home রাজ্য দক্ষিণ বাংলা শালবনির রামেশ্বরপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে রক্ত দানের পাশাপাশি শীতবস্ত্র...