নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ২০২১ সাল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আর কয়েক ঘন্টার মধ্যেই অতিত হয়ে যাবে এই বছর। নতুন বছরের আগে দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ প্রশাসন। কড়া নজরদারি চালাতে দেখা গেলো পুলিশ প্রশাসনকে। শুক্রবার ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয় ফালাকাটা – বীরপাড়া ১৭ নং জাতীয় সড়কের জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায়। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গাড়িতে নাকা চেকিং করা হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে পুলিশ সূত্রে খবর।
নতুন বছরের আগে দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ প্রশাসন।

Leave a Reply