পৈত্রিক সম্পত্তি নিয়ে সমস্যার মুখে রয়েছে পরিবারের চার ভাই।

0
341

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- পৈত্রিক সম্পত্তি নিয়ে সমস্যার মুখে রয়েছে পরিবারের চার ভাই। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর কলেজপাড়া অবস্থিত প্রায়ত খগেন্দ্র নাথ তালুকদার চার ছেলে এবং চার মেয়ে এবং এক স্ত্রী রয়েছেন।
পারিবারিক জায়গা-জমি সমস্যার কারণে কোনো ছেলে সঠিকভাবে বাড়ি তৈরি করতে পারেনি প্রায়। যতগুলো জায়গা রয়েছে প্রায় কয়েক লক্ষ লক্ষ টাকার মালিক সব ভাই। কিন্তু বাড়ি দেখলে অবাক হয়ে যাবেন পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা সঠিকভাবে না হওয়ার কারণ নেই অশান্তি থানায় অভিযোগ তার পরও সমস্যা মিটছে না।
সামনের দিক থেকে জায়গাগুলো ভাইরা এবং পিছনের জায়গা বোন রা নিয়ে নিয়ে নিলে সব ভাইরা ভালোভাবে বাড়ি বানিয়ে থাকতে পারবে এবং বোন রা জায়গার ভাগ করে থাকতে পারবে। কিন্তু সব ভাই এবং বোনদের একমত না হবার কারণেই সমস্যা থেকে যাযছে।