বাঁদর দেখছে রোগী, ভিড়ও হয়েছে বেশ, সত্যি কোথায় বাস করছি আমরা

0
315

আবদুল হাই, বাঁকুড়াঃ কোন ডাক্তারবাবুর কাছে নয়,রোগীরা ভিড় জমিয়েছে একটি বাঁদরের কাছে এবং বাঁদর রোগী দেখছে, ঘটনাটা যতই অবাস্তব মনে হোক না কেন বাস্তব চিত্র এটাই।
বাঁদর ডাক্তারের ভিজিট ও কম নয় যেমন রোগ তেমন ভিজিট, টাকা নিচ্ছে বাঁদরের মালিক সাগর, কারো কাছে 21 টাকা 100 টাকা 200 টাকা আবার 250 টাকাও। এমনই অদ্ভুত ডাক্তার । এই দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জয়নগর গ্রামে । ওই বাঁদর ডাক্তার এবং ডাক্তার মালিকের বাড়ি নদীয়া জেলার চাপড়া থানার নবাবগঞ্জে।

চিকিৎসাশাস্ত্রের অভূতপূর্ব আধুনিকরণের যুগেও এরকম মধ্যযুগীয় ভাঁওতাবাজির সাক্ষী থাকলো ইন্দাস ব্লকের জয়নগর গ্রামের বহু মানুষ।

অবশ্য এরকম ভাঁওতাবাজি দেশের সর্বত্রই প্রায় ঘটে চলেছে, তাতে আমরা নিজেদের যতই শিক্ষিত বলে মনে করি না কেন, যতই শিক্ষায় দীক্ষায় দেশকে অন্যান্য দেশের থেকে এগিয়ে রাখী না কেন কিন্তু অশিক্ষার আঁধার যে আজও জমাট আজকের এই ঘটনা থেকে আরেকবার প্রমাণ হয়ে যায়।