এবার মোবাইল রিচার্জ এর মূল্য কমানোর দাবি তুলে কৃষ্ণনগরে পথে নামল AIDYO

0
416

নদীয়া-কৃষ্ণনগর, নিজস্ব সংবাদদাতাঃ-করোনা পরিস্থিতিতে লকডাউন এর কারণে দীর্ঘদিন কাজ হারিয়ে অর্থনৈতিক সংকটে ভুগছে মানুষ, আর অন্যদিকে বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি মোবাইল রিচার্জ মূল্য বৃদ্ধি করছে। মোবাইলে রিচার্জ করতে নাজেহাল হয়ে পড়ছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। মূলত এবার সেই মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোটা দেশজুড়ে পথে নেমেছে এ আই ডি ওয়াই ও। ঠিক সেই মতো সোমবার নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে মোবাইলের রিচার্জ বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তারা। এদিন গোটা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় মোবাইল রিচার্জ মূল্য কমানোর প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর করে ইন্ডিয়া ট্রাই অফিসে পাঠানোর ব্যবস্থা করছে তারা। তাদের দাবি করোনা পরিস্থিতিতে কাজ হারি অর্থনৈতিক সংকটে ভুগছে মানুষ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো এইভাবে রিচার্জের মূল্য বৃদ্ধি করতে পারে। তাদের দাবি অবিলম্বে রিচার্জের মূল্য তা কমিয়ে দিতে হবে। না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here