কোচবিহার জেলার অসম-বাংলা শেষপ্রান্ত  বক্সিরহাটে পাখি শিকারিদের বিরুদ্ধে যৌথ অভিযানে  দুই-জেলার বনদপ্তর, আটক ১৭।

0
418

মনিরুল হক, কোচবিহার: পাখি, খরগোশ, গুইসাপ, বেজি সহ অন্যান্য জীবজন্তু শিকারিদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমে বড়োসড়ো সাফল্য বনদপ্তর ও পুলিশের। সোমবার দুপুরে কোচবিহার জেলার অসম- বাংলা শেষপ্রান্ত  বক্সিরহাট থানা সংলগ্ন নাজিরান দেওতিখাতা শংকষ নদী  এলাকার ঘটনা।

জানা যায়, পঁচিশে ডিসেম্বর পার হতেই প্রতিবেশী রাজ্য আসাম থেকে  সাঁওতাল আদিবাসী প্রায় ৩০ জনের একটি দল তীর-ধনুক , বাঁটুল  দিয়ে প্রতিদিন বক্সিরহাট  থানার নাজিরান দেওতিখাতা সহ আলিপুর জেলার বারোবিশার বিভিন্ন এলাকায় পশুপাখি শিকার করে বেড়ায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে, সোমবার সকালে যৌথ অভিযানের নামে কোচবিহার জেলার তল্লিগুড়ি ও আটিয়ামোচড় রেঞ্জার সহ আলিপুর জেলার বক্সা রেঞ্জের বনদপ্তর এর কর্মী ও পুলিশ আধিকারিকরা।

দীর্ঘ তল্লাশি চালিয়ে, সংকোশ নদী সংলগ্ন এলাকা থেকে তীর ধনুক বাটুল সহ ১৭ জন কে আটক করা হয়েছে, এছাড়াও প্রায় ২৫ টি সাইকেল উদ্ধার করা হয়েছে, ধৃতদের প্রত্যেকের বাড়ি অসম রাজ্যের শ্রীরামপুরে বলে জানাযায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here