শীতবস্ত্র প্রদান এর অনুষ্ঠানে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান জেলা সভাপতি পার্থসারথি হাত ধরে।

0
395

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া রানাঘাট দক্ষিণ পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জী আজ রানাঘাট দক্ষিণ পাড়া এলাকায় প্রান্তিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান উপলক্ষে এসে পৌঁছান। দলীয় সূত্রে জানা যায়, সরকারি বিধি নিষেধ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার বেশ কয়েকদিন আগেই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সবাইকে বারন করা সম্ভব হয়নি তাই, কিছু মানুষ দূর থেকে এসে পৌঁছেছিলেন আজ। আর তাদের হাতেই শীত বস্ত্র তুলে দেন বিধায়ক তথা নদীয়া দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি পার্থসারথি চ্যাটার্জী। বিজেপির জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক তৃণমূল কর্মী যোগদান করে বলেই দাবি বিজেপির। এ বিষয়ে বিধায়ক বলেন, বিগত 9 মাস ধরে তৃণমূলের নেতা চালাচ্ছে পৌরসভা, এই কারণে মানুষ তিতিবিরক্ত হয়ে বর্ষবরণের হাওয়ার সাথে বরণ করে নিচ্ছে বিজেপিকে। আগামীতে গোটা জেলা জুড়ে বিজেপির পতাকা তলে হাজির হবেন বহু তৃণমূল কর্মী, অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সব বাধাপ্রাপ্ত হচ্ছে। আজ 11 এবং 14 নাম্বার ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূলের বুথ স্তরের কর্মী-সমর্থকরা যোগদান করায় আগামী পৌরসভা নির্বাচনে এর ফল পাওয়া যাবে বলেই দাবি বিজেপি জেলা নেতৃত্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here